এতদ্বারা সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে, দৈনিক ছুটির নির্দিষ্ট সময়ে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে যাবেন। ছুটি পরবর্তী ১৫ মিনিট এর মধ্যে যদি আপনার সন্তানকে না নেয়া হয়, দায়িত্বরত শিক্ষক তার অন্য দায়িত্ব থাকায় এবং সকল কিছু রুটিন মাফিক চলার কারণে ১৫ মিনিট পর আপনার সন্তানের দায়িত্বে কেউ থাকবে না। আপনার সন্তান একাই একাডেমীর বারিন্দায় অবস্থান করবে। অবস্থানকালে কোন প্রকার দূর্ঘটানার স্বীকার হলে একাডেমী এর দায়ভার গ্রহন করবে না।