
আসসালামু আলাইকুম!
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!
মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন।
সম্মানিত অভিভাবকবৃন্দ! আসন্ন মাহে রামজান উপলক্ষ্যে ক্লাস রুটিন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়াবলি জ্ঞাতার্থে নি¤েœ দেয়া হলো।
১। প্রথম রমজানে ক্লাস বন্ধ থাকবে।
২। রমজানে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাস
চলবে (প্লে’র ক্লাস ১২টা পর্যন্ত)।
৩। প্রথম সাময়িক পরীক্ষা ২০ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত
চলবে -ইন শা আল্লাহ।
৪। ১৫ রমজানের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
(প্লে-২০০, নার্সারী- ২৫০, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও হিফজ -৩০০ দায়িত্বশীল
শিক্ষকের নিকট পৌঁছানোর অনুরোধ থাকলো)
৫। ২৮ রমজান পরীক্ষার ফলাফল ঘোষনা, পুরস্কার বিতরণী ও দোওয়ার অনুষ্ঠান,
৬। ২৮ রমজান ঈদের ছুটি -ইন শা আল্লাহ।
৭। মাসিক বেতন/বকেয়া অবশ্যই ছুটির আগে পরিশোধ করতে হবে। পরিশোধ করা
ছাড়া কাউকে ছুটি দেয়া হবে না।
৮। এপ্রিল মাসেরও বেতন/বকেয়া ২৮ রমজান ঈদের ছুটির আগে
পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো (বিষয়টি অতীব জরুরী)।
একাডেমীর যাবতীয় কার্যক্রম আপনার বাচ্চার নির্ধারিত অর্থের মাধ্যমেই চলে। ভবন ভাড়া, শিক্ষক ও স্টাফদের সম্মানি ও খাবার-দাবার ইত্যাদি সকল বিষয় স্বাভাবিক গতিশীল রাখতে আপনার সুদৃষ্টি ও সচেতনতা একান্ত কাম্য।